মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকে বলেছেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে প্রমাণ করতে হবে, দেশে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু নিখোঁজ ও তাঁর নিজের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার বিষয়টি। এসব প্রমাণ করতে না পারলে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে।
আজ দুপুরে নগরীর জয়দেবপুর বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কার ইন্ধনে প্রিয়া সাহা হোয়াইট হাউজে গেলেন, এতো টাকাইবা কই পেলেন, সে বিষয়টিও দেখতে হবে।
গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শামসুন্নাহার ভূঁইয়া এমপি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমূখ। বক্তব্য শেষ ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।