স্পেনকে ৫ গোলে বিধ্বস্ত করল নেদারল্যান্ড

Slider খেলা টপ নিউজ সারাবিশ্ব

46253_dutch
ওয়ার্ল্ড কাপ ডেস্ক
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ড। শুক্রবার এই ম্যাচে স্পেন প্রথমে গোল করলেও তারপর তারা মাথা উঁচু করতে পারেনি। একের পর এক গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

মনে হয়নি, এটাই স্পেন, যারা মাত্র চার বছর আগে বিশ্বজয় করেছিল।
২৭ মিনিটে জাবি আলোনসোর গোলে এগিয়ে গেল স্পেন। কিন্তু তারপরই জেগে ওঠে নেদারল্যান্ড।
৪৪ মিনিটে রবিন ফন পার্সি পাখির মতো উড়ে দুর্দান্ত এক হেডে সমতায় ফেরালেন হল্যান্ডকে।
এরপর ৫৩ মিনিটে আরিয়েন রোবেনের গোলে এগিয়ে গেল ডাচরা।

গত চারটি বছর মনের ভেতর ধিকিধিকি জ্বলা আগুন আজ আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে এল রোবেনের ভেতর থেকে। যে ডি ভ্রাইয়ের কারণে একমাত্র গোল পেয়েছিল স্পেন, সেটিরই প্রায়শ্চিত্ত করলেন ৬৪ মিনিটে নিজে গোল করে। ৭২ মিনিটে আবারও ব্যবধান বাড়িয়ে নিলেন পার্সি। ইউরোপের দেশগুলোর বিশ্বকাপ বাছাইপর্বে পার্সি ছিলেন সর্বোচ্চ গোলদাতা (১১টি)। আজ জোড়া গোলে নিজের ধার আবারও বুঝিয়ে দিলেন। ৮০ মিনিটে ক্যাসিয়াসকে নিয়ে রীতিমত খেললেন রোবন! চূড়ান্ত স্কোরলাইন দাঁড়াল স্পেন ১:৫ হল্যান্ড। চার বছর পর কী নির্মম প্রতিশোধ!

গত ৪১ বছরে স্পেনের এটিই সবচেয়ে বাজে পরাজয়। ১৯৬৩ সালে স্কটল্যান্ডের কাছে স্প্যানিশরা হেরেছিল ২-৬ ব্যবধানে। বিশ্বকাপের ইতিহাসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এটিই সবচেয়ে বাজে শুরু। এর আগে আর্জেন্টিনা ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ০-১ ব্যবধানে পরাজয় দিয়ে শুরু করেছিল, ২০০২ বিশ্বকাপ সেনেগালের কাছে ০-১ হার দিয়ে শুরু করেছিল ফ্রান্স। কিন্তু কেউ এত বড় ব্যবধানে হারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *