একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার এখলাসউদ্দিন আহমদ বুধবার ভোর ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
এখলাসউদ্দিনের ভাগ্নিজামাই আলী ইমাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত প্রায় একমাস ধরেই হাসপাতালে ছিলেন এখলাসউদ্দিন। অবস্থার অবনতি হওয়ায় গত পাঁচদিন ধরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
শিশুসাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে সরকার এখলাসউদ্দিন আহমদকে একুশে পদকে ভূষিত করে।