ধর্ষকদের প্রকাশ্যে বিচার চেয়ে খুলনায় ব্যতিক্রমী মানববন্ধন

Slider খুলনা

গোপনে ক্রসফায়ার নয়, ধর্ষকদের বিচার হতে হবে প্রকাশ্যে, জনসম্মুখে। একই সঙ্গে ধর্ষকদের প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। ’ -এ দাবিতে খুলনায় ব্যতিক্রমী মানববন্ধন করেছে তরুণ সমাজ।

মঙ্গলবার বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দক্ষিণবঙ্গ স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের ব্যানারে এতে অংশ নেয় খুলনা ব্লাড ব্যাংক, সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন, বন্ধন ব্লাড ডোনার ক্লাব, শিশুদের জন্য আমরা, আলোর মিছিল, নিবেদীতা, অন্তদর্পন, সেবক, খালিশপুর ব্লাড ব্যাংক, রক্তের বন্ধন যুব সংগঠনসহ বিভিন্ন সংগঠন। অংশগ্রহণকারীরা শিববাড়ি মোড়ের বিজয় স্তম্ভের পাশ দিয়ে গোলাকার হয়ে দাঁড়িয়ে ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেন।

মানববন্ধনে ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’ ‘ধর্ষকদের আবাদ উপড়ে ফেলো’, ‘ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়’, ‘শিশুবান্ধব পরিবেশ চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে হাজির হয় তরুণ সমাজের সদস্যরা।

মানববন্ধনে ছাত্র-শিক্ষক-পেশাজীবীরাও অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন স্কুল শিক্ষক জিয়াউর রহমান। বক্তৃতা করেন গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, জন উদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, নারী নেত্রী লুৎফুন্নেছা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তোহা খান, গাজী আশরাফ, শেখ তারেক, শেখ মাসুদ আহমেদ, শুভ্র দত্ত, নাদিম, রাকিব রাহয়হান রনি, নাজমুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *