আশ্রয় নেয়া জেলেদের সঙ্গে ভারতের সহকারী হাই কমিশনারের সাক্ষাৎ

Slider টপ নিউজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দিক হারানো ভারতীয় ৩২ ট্রলারের ৫১৯ জেলের সঙ্গে বরিশাল ও খুলনাস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার আর কে রায়নাসহ একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সকালে প্রতিনিধি দল ওইসব জেলেদের সাথে দেখা করেন এবং খোঁজ-খবর নেন বলে কলাপাড়া উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, উত্তাল সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এসব জেলে দিক হারিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। আশ্রয় নেয় রাবনাবাদ চ্যানেলের পায়রা কোস্টগার্ডের কাছে।

জেলেদের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনার সাক্ষাৎ করে সন্তোষ প্রকাশ করেন।
কলাপাড়া কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ভারতীয় জেলেরা কোস্টগার্ডের কাছে নিরাপদ আশ্রয়ে রয়েছে। বর্তমানে সাগর উত্তাল রয়েছে।

সাগর এবং আবহাওয়া অনুকূলে আসলেই, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক জেলেদের ভারতীয় জলসীমানায় পৌঁছে দেয়ার ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *