খাগড়ছড়িতে চেংঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রায় তিন শতাধিক বাড়িঘর ডুবে গেছে। মঙ্গলবার হঠাৎ চেংঙ্গী নদীর পানি বেড়ে গিয়ে পৌর শহরের শান্তিনগর, মুসলিম পাড়া, গঞ্চপাড়া, মেহেদিবাগ, গরুবাজারসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়।
সন্ধ্যার দিকে পানি বাড়তে থাকায় লোকজন উচুঁ এলাকায় স্কুলগুলোতে আশ্রয় নেয়। জেলা প্রসাশন ও পৌরসভা কর্তৃপক্ষ মাইকিং করে পাহাড়ের পাদদেশের পরিবার ও চেংঙ্গী নদীর আশেপাশের এলাকার পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্রে চলে আসার নির্দেশ দিয়েছেন।
ইতিমধ্যে মুসলিমপাড়া প্রাথমিক বিদ্যালয় ও শব্দমিঞা পাড়া প্রাথমিক বিদ্যালয়ে বেশ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে। রাতে যদি বৃষ্টি বাড়ে, পাহাড়ি ঢলে আরো এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।