হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ” রিপোর্টার্স ক্লাব” এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন মোতাহার হোসেন এমপি। উল্লেখ্য ২০১৬ সালে উক্ত ক্লাব প্রতিষ্ঠা লাভ করেন।
রবিবার (৭ জুলাই) সন্ধ্যার পরে হাতীবান্ধার স্থানীয় অডিটোরিয়াম হলের সামনে রিপোর্টার্স ক্লাবে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস,এম আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে উক্ত কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন মোতাহার হোসেন এমপি।
মতবিনিময় কালে মোতাহার হোসেন এমপি সরকারের যাবতীয় উন্নয়নমুলক কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
অতিরিক্ত মালবাহী (১০ চাকার) ট্রাক চলার কারণে লালমনিরহাটে-বুড়িমারী জাতীয় মহাসড়কটি অতিদ্রুত নষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি করে তিনি বুড়িমারী স্থলবন্দরে অতিরিক্ত চাঁদাবাজির বিষয়টি তুলে ধরার জন্য সাংবাদিকদের আহবান করেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমুখ।