ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে পরিচালিত হামলায় ব্যবহৃত একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস-বিরোধী হামলায় ব্যবহৃত এই যুদ্ধবিমান কোনো আরব রাষ্ট্রের হতে পারে।
বুধবার বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জঙ্গিরা যে বিমানটি ভূপাতিত করেছে, তা কোনো আরব রাষ্ট্র থেকে অভিযান পরিচালনা করে থাকে।
লন্ডনের এই সংগঠন জানিয়েছে, বিমানের পাইলটের ভাগ্যে কী হয়েছে, তা নিশ্চিত নয়। তবে জঙ্গিরা অনলাইনে একটি ছবি প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে- জর্ডানের একজন বিমানকর্মীকে ঘিরে আছে কিছু বন্দুকধারী জঙ্গি।
গত সেপ্টেম্বর থেকে আইএস-বিরোধী বিমান হামলায় যে কয়টি আরব রাষ্ট্র অংশ নিয়েছে, তার মধ্যে জর্ডান একটি।