ত্রিশালে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Slider গ্রাম বাংলা

ময়মনসিংহের ত্রিশালে সোহরাব হত্যা মামলায় তাবারক হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত না হওয়ায় মামলার বাকি আট আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার রায়ের বিবরণে জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের তোফাজ্জ্বল হোসেনের ছেলে তাবারক হোসেনের সাথে একই এলাকার সারোয়ার জাহান আকন্দ ও তার ভাতিজা সোহরাব আকন্দের জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এ নিয়ে ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর সকালে তাবারক হোসেনের সাথে সোহরাবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাবারক হোসেন রাম’দ্য দিয়ে সোহরাবের মাথায় আঘাত করে তাকে বাড়ির পাশে কচু ক্ষেতে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন সোহরাবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পরদিন সোহরাবের চাচা সারোয়ার জাহান আকন্দ বাদী হয়ে তাবারক হোসেনসহ ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ শেষে রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এই রায় ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *