বিশ্বকাপের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ?

Slider খেলা

চলতি বিশ্বকাপের রবিন রাউন্ড পর্বের সমাপ্তি হয়েছে। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

বর্তমানে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে ইংল্যান্ড। আর ১১ পয়েন্ট রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের। তবে রানরেটে এগিয়ে থাকায় চতুর্থ দল হিসেবে খেলবে নিউজিল্যান্ড।

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ দল ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোরডে আগামী ৯ জুলাই বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি ।

আর দ্বিতীয় সেমিফাইনালে আগামী ১১ জুলাই বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *