টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ২০ কয়লা কারখানা ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে উপজেলার বাশঁতৈল ইউনিয়নের গায়তাবেতিল এলাকায় চারটি স্থানে অভিযান পরিচালনা করে কয়লার চুল্লিগুলো ধ্বংস করা হয়। এ সময় কয়লা কারখানার মালিক মজিবর রহমানকে ৯৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের সূত্রে জানা যায়, পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরুপ বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানা ধ্বংসে আটঘাট বেধে মাঠে নেমেছে মির্জাপুর উপজেলা প্রশাসন।
কয়েকদিন আগেও প্রায় ৬০ টি কয়লা কারখানা ধ্বংসের পর আজ আরও ২০টি কয়লা কারখানা ধ্বংস করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক।
এছাড়াও গত শুক্রবার উপজেলার আজগানা ইউনিয়নের অভিযান চালিয়ে সীসা তৈরির দুটি অবৈধ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক জানান, যে কোন মূল্যে উপজেলায় কয়লা ও সীসা তৈরির কারখানা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
এছাড়াও যে কোন অপরাধের বিষয়ে তথ্য দিলে ব্যবস্থা নিতে তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন বলেও জানান তিনি।