অস্ট্রেলিয়াকে ৩২৬ রানের বড় টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করেছে প্রোটিয়ারা।
দলের পক্ষে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ১০০ রান করেছেন। ওয়ানডেতে এটি তার ১২তম সেঞ্চুরি। ৫২ রান করেছেন ওপেনার কুইন্টন ডি কক। ৯৫ রান করেছেন রাসি ভ্যান ডের ডুসেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২টি, প্যাট কামিন্স ১টি, জ্যাসন বেহরেনডর্ফ ১টি ও নাথান লায়ন ২টি করে উইকেট শিকার করেছেন।
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ৩২৫/৬ (৫০ ওভার)
(এইডেন মার্করাম ৩৪, কুইন্টন ডি কক ৫২, ফাফ ডু প্লেসিস ১০০, রাসি ভ্যান ডের ডুসেন ৯৫, জেপি ডুমিনি ১৪, ডোয়াইন প্রিটোরিয়াস ২, আন্দিল ফেলুকায়ো ৪*; মিচেল স্টার্ক ২/৫৯, জ্যাসন বেহরেনডর্ফ ১/৫৫, নাথান লায়ন ২/৫৩, প্যাট কামিন্স ১/৬৬, স্টিভেন স্মিথ ০/৫, মার্কাস স্টয়নিস ০/১৯, গ্লেন ম্যাক্সওয়েল ০/৫৭)