রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া(নয়নপুর) এলাকায় সেঞ্চুরী স্পিনিং
মিলস নামের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
(৬ জুলাই শনিবার) সকাল সাড়ে ছয়টায় মেশিনের ঘর্ষন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হলে
২ ঘন্টা চেষ্টার পর শ্রীপুর দমকল বিভাগের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আমানউল্লাহ জানান, কারখানার
সিমপ্লেক্স সেকশনে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে দমকল বিভাগ এসে আগুন
নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের ঘটনায় কারখানা বেশ কয়েকটি মেশিনারিজ ও তুলা
পুড়ে গেছে। তবে অগ্নিকান্ডের কারন ও ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ
এখনও অবগত নয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়গুলো বের করা হবে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, কারখানায়
অগ্নিকান্ডে কেউ আহত হয়নি। তবে কয়েকটি মেশিন ও কিছু তুলা আগুনে পুড়ে
যায়। আগুন লাগার কারন সম্পর্কে তিনি জানান, মেশিনের ঘর্ষনের কারনেই
অগ্নিকান্ডের সূত্রপাত।