পাকিস্তানের তারকা পেসার ওয়াহাব রিয়াজ বাবাকে হারান ২০১৭ সালে। সে সময়ই লম্বা সময় ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখেন তিনি। জাতীয় দলেও দেখা যায়নি তেমন একটা। কিন্তু কেনো পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের এই সিদ্ধান্ত?
রিয়াজ স্বীকার করেন, যে হাতে বাবাকে তুলেছেন, দীর্ঘ ৮ মাস সে হাতে আর কিছু ধরতে পারেননি।
ক্রিকইনফো’র এক সাক্ষাৎকারে রিয়াজ বলেন, ‘এটা আমাকে ভেতর থেকে ভেঙ্গে দিয়েছে কারণ আমি আমার বাবাকে অনেক ভালবাসতাম। তিনি আমার কাঁধে কখনও কোনো দায়িত্ব দেননি। তার চলে যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব আমাকে নিতে হয়েছে।
দলে আমি আমার অবস্থানও হারিয়েছি কারণ এটা কারো জন্যই থাকে না। ’
লম্বা সময় পর তার বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তিও কম অবাক করেনি। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে ৩৬.৭০ গড়ে ১০টি উইকেট নিয়েছেন।