ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরে পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় পূজার্চনার মধ্য দিয়ে রায়সাহেব দেবোত্তর এস্টেট দিনাজপুরের ”শ্রী শ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী রথযাত্রা” ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
ঐতিহ্যবাহী রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী রঞ্জিত কুমার সেন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট বাবু অমলেন্দু ভৌমিক।
রায়সাহেব দেবোত্তর এস্টেট দিনাজপুর এর ”শ্রী শ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী রথযাত্রা’র উদ্বোধনকালে দৈনিক দেশবার্তার সম্পাদক চিত্তঘোষ, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে, বৃহস্পতিবার কাহারোল উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দজিউ মন্দির (ইসকন) এর আয়োজনে শ্রী শ্রী
জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এদিকে, বৃহস্পতিবার বিকালে ইসকন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির, গুঞ্জাবাড়ী আয়োজিত শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।