ভারতের বিপক্ষে ২৮ রানের হারে বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় নিয়েছে টাইগাররা। মঙ্গলবার এজবাস্টনে ভারতের ছুড়ে দেয়া ৩১৪ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে নেমে তীরে প্রায় পৌঁছেই গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ২৮৬ রানে থেমে যায় লাল-সবুজ জার্সিধারীদের ইনিংস। সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপ স্বপ্নও।
এমন হারের পর বাংলাদেশ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, মনের ভেতর সুপ্ত ইচ্ছে-বাসনা ছিল, ম্যাচটা জেতাব। তবে অনেকটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবার খারাপ লাগারই কথা।
বিশ্বকাপ থেকে আমরা ছিটকে গেলাম। এ ম্যাচ পর্যন্ত আমরা আশায় ছিলাম। এ লড়াইয়ে পেরে উঠলে হয়তো আশা থাকত।
উল্লেখ্য, আট নম্বরে নেমে ৩৮ বলে ৯ চারে ৫১ রানের হার না মানা ইনিংস খেলেছেন সাইফ। তাকে সঙ্গ দিতে চরম ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটসম্যানরা। যে কারণে ৪৮ ওভারেই থামতে হয় মাশরাফিদের।