রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরের ফরিদপুর এলাকায় মঙ্গলবার দুপুরে অটো স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আক্তারুজ্জামান জানান, আশপাশে বিকল্প পানির কোনো ব্যবস্থা না থাকায় তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
স্থানীয় আল আমিন জানান, কারখানার এক কিলোমিটারের মধ্যে কোনো পুকুর নেই। আশাপাশে পুকুর থাকলে ফায়ার সার্ভিস সেখান থেকে পানি ব্যবহার করতে পারতো।
এদিকে কারখানার উল্টোপাশে মেঘনা সাইকেল কারখানা থেকে পানি সরবরাহ করায় মহাসড়কের উপর পাইপ রাখায় প্রায় এক ঘণ্টাধরে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়েছে।