বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মামা-ভাগিনা আটক

Slider গ্রাম বাংলা টপ নিউজ

বগুড়ার ধুনটে অপহরণের চার দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর থানা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ দুই মামা-ভাগিনাকে আটক করেছে।

আটককৃতরা হলেন, ধুনট উপজেলার জয়শিং গ্রামের শাহজাহান আলীর ছেলে জুয়েল (২২) ও তার মামা বগুড়া সদরের রবিবাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে খোকন মিয়া (২৬)।

জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছায়াহাটা গ্রামের ওই স্কুলছাত্রী ধুনট উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। সে তার নানার বাড়ি থেকে লোখাপড়া করে আসছে। বিদ্যালয়ে যাওয়ার পথে জয়শিং গ্রামের শাহজাহান আলীর ছেলে জুয়েল ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যাক্ত করে আসছিল।

কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জুয়েল ও তার লোকজন গত শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে সিএনজি চালিত অটো রিকসায় অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর নানা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারে অভিযানে নামে। মঙ্গলবার ভোররাতে বগুড়া সদর এলাকার রবিবাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে খোকন মিয়ার বাড়ি থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *