হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ আর মাত্র কয়েক ঘন্টা পরেই এজবাস্টনে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেটযুদ্ধ। এ দুই দেশের খেলা এখন অনেকাংশেই ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তেজনাকেও ছাড়িয়ে গেছে।
এই ম্যাচেই অনন্য এক মাইলফলকে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের ধারাভাষ্য জগত।
বেলা সাড়ে তিনটায় শুরু হওয়া ম্যাচটিতে প্রথম বাংলাদেশি তথা লালমনিরহাটের মেয়ে হিসেবে ধারাভাষ্য দেবেন জাতীয় নারী ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাথিরা জাকির জেসি।তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়।l
ভারতের টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসে আজ বাংলাদেশ-ভারত ম্যাচের বাংলা ধারাভাষ্য দেবেন জেসি। বিশ্বকাপ তো বটেই, প্রথম কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের নারী ধারাভাষ্যকারকে দেখা যাবে আজ।
বিশ্বকাপ সম্প্রচারকারী ভারতীয় টিভি চ্যানেল স্টার্র স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেবেন জেসি।
এর আগে স্টার স্পোর্টসে বাংলাদেশের অনেক পুরুষ ক্রিকেটার ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার এবারই প্রথম।
ক্রিকেট, ধারাভাষ্যের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমনিরহাটের মেয়ে জেসি।
শুধু বাংলাদেশ-ভারত ম্যাচই নয়, এরপর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচেও ধারাভাষ্য দেবেন তিনি। দেশের জন্য এমন এক মাইলফলক স্পর্শ করার আগে জেসি গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস।
কোনো বাংলাদেশি মেয়ে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবে,আর সেটা আমি ভাবতেও ভালো লাগছে। ‘শুভকামনা লালমনিরহাটের মেয়ে জেসি।
পাটগ্রামের বাসীন্দা আলাউদ্দিন সুমন বলেন, পাটগ্রামের মেয়ে ক্রিকেট বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে কথা বলবেন এটা এলাকার সস্তান হিসেবে গর্ববোধ করি।