পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছেন ২৬১ জন ভারতীয়। পাকিস্তানের কারাগারে থাকা ওই বন্দীদের একটি তালিকা তৈরি করেছে পাক সরকার। সেই তালিকা পাঠানো হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছেন, ২০০৮ সালের ২১ মে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতেই এই নথি প্রকাশ করেছে দেশটি।
পাকিস্তানে বন্দী ভারতীয়দের মধ্যে ২০৯ জনই জেলে। মাছ ধরতে গিয়ে তারা ভুল করে পাকিস্তানের জল সীমানায় ঢুকে পড়ে। আর সেখান থেকেই তাদের আটক করে পাকিস্তান সরকার।
চুক্তি অনুযায়ী, জানুয়ারির ১ তারিখ ও জুলাই মাসে তারা এই নথি একে অপরের কাছে প্রকাশ করে। এরপর দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয় এবং বন্দীদের মুক্তির জন্য চেষ্টা চালানো হয়।