বিচ্ছেদের পর আবারো সাবেককে বিয়ে করেছেন যে তারকারা

বিনোদন ও মিডিয়া

image_166958_1.annu kapoorবিচ্ছেদ মানেই বিদায় নয়। তারাকাদের জীবনেও এর প্রমাণ রয়েছে। এখানে দেখে নিন, তারকাদের এমনই ঘটনার কথা। বিয়ের পর বিচ্ছেদ এবং তারপর আবারো সাবেককে বিয়ে করেছেন তারা।
১. হিন্দি সিনেমা নির্মাতা সঞ্জয় গুপ্ত ১৯৯৭ সালে বিয়ে করেন অনুরাধাকে। কিন্তু নানা টানাপড়েনের পর বিচ্ছেদ ঘটে ২০০৪ সালে। কিন্তু ৫ বছর পর আবারো তারা বিয়ে করেন।
২. বলিউডের অভিনেতা অনু কাপুর ১৯৯২ সালে বিয়ে করেন অনুপমাকে। বিচ্ছেদের পর আবারো তারা বিয়ে করেন ২০০৮ সালে। সম্ভবত অনুপমার বাবা-মা তাকে বুঝিয়েছেন যে তিনি ভুল করেছেন। এর মাঝে অনুপমা আবারো বিয়ে করলেও সে সংসারটিও টেকেনি। পরে আবারো ফিরে আসেন অনু কাপুরের কাছে।
৩. পামেলা অ্যান্ডারসন ২০০৭ সাল থেকে ২০০৮ সার পর্যন্ত ঘর করেছিলেন রিক সলোমনের সঙ্গে। এর পর আবারো ২০১৪ সালে আবারো বিয়ে করেন তারা।
৪. লানা টার্নারের প্রথম বিয়ে ছিলো জোসেফ স্টিফেনের সঙ্গে, ১৯৪২-১৯৪৩ পর্যন্ত সুখেই ছিলেন তারা। এরপর বিচ্ছেদ এবং আবারো এক হন তারা।
৫. স্টেজের নাম এমিনেম, তিনি ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত সংসার করেছেন কিম স্কটের সঙ্গে। ডিভোর্সের পর ২০০৬ সালে আবারো বিয়ে করেন তারা।
৬. ম্যাক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো প্রথমে বিয়ে করেন আরেক চিত্রশিল্পী ডিয়েগো রিভেরাকে। ১৯২৯-১৯৩৯ সাল পর্যন্ত সংসার করেন তারা। বিচ্ছেদের পর আবারো ১৯৪০ সালে বিয়ে করেন তারা।
৭. ল্যারি কিং বিয়ে করেন অ্যালেন একিনসকে। সংসার টেকে ১৯৬১-১৯৬৩ সাল পর্যন্ত। এরপর ১৯৬৭ সালে আবারো বিয়ে করেন তারা।
৮. নাটালি উডের প্রথম স্বামী রবার্ট ওয়াগনার। তারা এক সঙ্গে ছিলেন ১৯৫৭ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত। বিচ্ছেদের পর আবারো তারা ঘর বাঁধেন ১৯৭২ সালে।
৯. অভিনেতা সিনবাদ ১৯৮৫ সালে বিয়ে করেন মেরেডিথ ফুলারকে। ১৯৯২ সালে বিচ্ছেদ ঘটার পর আবারো ২০০২ সালে এক হন তারা।
১০. ১৯৬০-১৯৬৫ সাল পর্যন্ত ঘর করেন জর্জ সি স্কট ও কলিন ডিউহার্স্ট। বিচ্ছেদের আবারো এক হন ১৯৬৭ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *