ফেনী শহরের কদলগাজী রোডস্থ বিরিঞ্চি সমিতির অফিসের পাশ্বে কবর স্থান থেকে বৃহস্পতিবার একটি অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৮/১০ দিন আগে কেউ তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। লাশ বর্তমানে ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।
