ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় বেড়েছে এডিস মশার উপদ্রব!

Slider বিচিত্র

মশা নিধনের জন্য প্রয়োগ করা ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় রাজধানীতে এডিস মশার উপদ্রব বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে মগবাজার এলাকায় চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বর বিষয়ক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ শেষে এ কথা জানান তিনি।

এসময় মেয়র বলেন, রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। মশা নিধন ওষুধের কার্যকারিতা শেষ হওয়ায় ওষুধ ছিটিয়েও কোনও কাজ হচ্ছে না।

চলতি মৌসুমেই মশা নিধনের নতুন ওষুধ আমদানি করা হবে। চলতি বছরের ২০ জুন পর্যন্ত সাতশ’সাত জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চলতি মাসেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, চারশ’ ৪০ জন।

নগরীতে এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে, সিটি করপোরেশন। তাই চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর থেকে সচেতন হতে লিফলেট বিতরণের পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *