ফের পাঞ্জাবির দাম বেশি রাখায় জরিমানা গুণতে হল আড়ংকে। গতকাল মঙ্গলবার রাজধানীর বাসাবোর আড়ং আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, সম্প্রতি ৮৩৬ টাকায় বাসাবো আড়ং আউটলেট থেকে একটি পাঞ্জাবি কেনেন কাওছার আহমেদ। একই পাঞ্জাবি পরবর্তীতে কিনতে গেলে তার থেকে দাম রাখা হয় ১ হাজার ২১১ টাকা। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে আড়ংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন তিনি।
ভোক্তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিষয়টি প্রমাণ হয়। অধিদফতরের মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।
প্রসঙ্গত, গত ৩ জুন ৭০০ টাকার পাঞ্জাবি ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করায় আড়ংয়ের উত্তরার শোরুমকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।