মাইকেল ক্লার্ক চোটের জন্য ছিটকে গিয়েছেন অনির্দিষ্টকালের জন্য৷ তার জায়গায় এখন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব সামলাচ্ছেন স্টিভ স্মিথ৷ তবে নিজেদের দেশে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে অধিনায়কত্ব কে করবেন? তা নিয়ে এখন জোর জল্পনা৷ সেখানেও স্টিভ স্মিথকে দায়িত্ব দেওয়ার কথা নির্বাচকরা ভাবলেও প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং-এর কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ জর্জ বেইলিকে৷
তার মতে, ফেব্রুয়ারি-মার্চ মাসে বেইলি হলেন সঠিক ব্যক্তি, যার অধিনায়কত্ব করার ক্ষমতা রয়েছে৷ ‘মাইকেল যদি ফিট না থাকে, তাহলে আমি বেইলি ছাড়া অন্য কাউকে অধিনায়ক হিসেবে ভাবতে পারছি না৷’
হোবার্টে নিজের বাড়িতে বসে মঙ্গলবার এমনটাই জানান পন্টিং৷ তিনি আরও বলেন, ‘ বেইলি গত কয়েকবছর ধরে দারুণ খেলছেন৷ বিশ্বকাপে নিজের কিছুটা অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে ও৷ আমার মনে হয় বেইলিই আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে একদম সঠিক ব্যক্তি৷’