উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

Slider খেলা


ডেস্ক: হোম অব ক্রিকেট গ্রাউন্ড লর্ডসে শুরুতে ব্যাট করে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৫ রান তোলে অস্ট্রেলিয়া। রানটা তাদের তিনশ’ ছাড়ানো হওয়ার কথা ছিল। কিন্তু শেষ দিকে ব্যর্থ হওয়ায় অস্ট্রেলিয়া সেটা পারেনি। বল হাতে তাই বড় ধাক্কা দিতে হতো ইংল্যান্ড শিবিরে। দিয়েছেও তাই। শুরুতেই তুলে নেয় ৩ উইকেট। এরপর আরও এক উইকেট হারায় ইংলিশরা।

ইংল্যান্ড ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান করে ব্যাট করছে। ইনিংসের দ্বিতীয় বলেই ইংল্যান্ড ওপেনার জেমস ভিন্সিকে হারায়। এরপর ফিরে যান উইকেট কামড়ে পড়ে থাকতে অভ্যস্ত জো রুট। দলের ২৬ রানে আউট হন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও। তবে ওপেনার জনি বেয়ারস্টো -বেন স্টোকস খেলে যাচ্ছিলেন। তবে দলকে ভরসা দেওয়ার আগেই ফিরে যান বেয়ারস্টো।

বেন স্টোকস ২৬ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী জস বাটলার। এছাড়া উপরে ব্যাট করতে আছেন মঈন আলী এবং ক্রিস ওকসরা।

এর আগে অস্ট্রেলিয়া শুরুতে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারায় ১২৩ রানে। ওপেনার ডেভিড ওয়ার্নার ৫৩ রান করে আউট হন। অন্য ওপেনার অ্যারন ফিঞ্চ করেন ১০০ রান। শেষ দিকে অ্যালেক্স কেরি ৩৮ রান করেন। তার আগে স্টিভ স্মিথ ৩৮ এবং উসমান খাজা করেন ২৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *