মোঃ নূরুল ইসলাম তিতুমীর, স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা: একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য ৩ হাজার ৮’শ কোটি ২৮ লাখ টাকার প্রকল্প ব্যয় অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে একনেক সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের রাস্তা, ফুটপাথ নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেয়া প্রকল্প অনুমোদন পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাজীপুরবাসি ও সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে গাসিকের নাগরিকেরা। গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সমাজ, সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
নাগরিকদের প্রত্যাশা, এই উন্নয়র বরাদ্দ সিটি এলাকার নাগরিকদের দুর্ভোগের অবসান হবে, কাঙ্খিত উন্নয়ন ও সম্বৃদ্ধির পথে এগিয়ে যাবে আগামীর গাজীপুর।