ঢাকা: বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত অংথুইচিং মারমা উপজেলার থোয়াইঙ্গ্যা পাড়ার মং থুই মারমার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
জানা গেছে, গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার থোয়াইঙ্গ্যা পাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বাসা থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।