ঢাকা থেকে পঞ্চগড়গামী বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এর ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার বেলা পৌনে ১১টার দিকে দিনাজপুর শহরের প্রবেশমুখে পৌরসভা মোড়ের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র্যালি শেষে দীর্ঘ যানজটে গাড়িটি আটকা পড়লে এই দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দিনাজপুর পৌরসভা মোড় রেলক্রসিংয়ের গেটম্যান জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, পৌনে ১১টায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল র্যালি অতিক্রম করছিল। এসময় ঢাকা থেকে পঞ্চগড় রুটে চলাচলকারী বিরতীহীন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’আসতে দেখে আমি দ্রুত রেললাইনের গেট নামিয়ে দিই। এরইমধ্যে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ-১৯-৩৪৯৩) গেটের ভিতরে প্রবেশ করলে পঞ্চগড় এক্সপ্রেস সেটিকে ধাক্কা দিয়ে প্রায় ২৫ ফুট দূরে নিয়ে যায়।
তবে ট্রেনের ধাক্কা লাগার আগেই চালক যাদব চন্দ্র রায় (৩০) গাড়ি থেকে নেমে সরে পড়েন।
দিনাজপুর রেল স্টেশন মাস্টার. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।