কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। রবিবার ভোররাতে সাবরাং কাটাবুনিয়া নৌকাঘাটে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইটি এলজি, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে।
নিহতরা হলেন, টেকনাফ সদরের নাইটং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে রোহিঙ্গা পাচার মামলার আসামি মো. রুবেল এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লার ছেলে ওমর ফারুক।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, রোহিঙ্গা পাচার মামলার আসামি রুবেল ও ফারুক সাবরাং কাটাবুনিয়া নৌকাঘাটে অবস্থান করার সংবাদে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে তারা।
এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে দুইটি এলজি, ১১ রাউন্ড কার্তুজ ও ১৮ রাউন্ড কার্তুজের খোসাসহ দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।