ভারতশাসিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।
রবিবার সকালে শোপিয়ান জেলার দরমদোরা এলাকায় এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সেখানে আরও কয়েকজন সন্ত্রাসী আছে, এমন খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালে সন্ত্রাসীরা তাদের দিকে গুলি ছুঁড়লে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।
এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে দুই সেনা সদস্যসহ এক জঙ্গি নেতা নিহত হন। নিহত ওই জঙ্গি গত ফেব্রুয়ারিতে সিআরপিএফ-এর গাড়িবহরে বোমা হামলায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।