নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা (২৮) হত্যাকাণ্ডের অভিযুক্ত পাঁচ আসামি বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করেছে। এ সময় আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণকারীরা হলেন- বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিষভাঙ্গা গ্রামের রফিক মৃধার ছেলে নয়ন (২৬), আব্দুস ছামাদ মোল্লার ছেলে সজীব (৩০), মৃত ফয়েজ মোল্লার ছেলে মোহাম্মদ আলী (৬০), মৃত ফকির মৃধার ছেলে রফিক মৃধা (৬০) ও মৃত জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
তবে মামলার প্রধান দুই আসামি একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে রাজিব (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে সাগর (২৩) পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুল ইসলাম জানান, গত ২ জুন উপজেলার বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়।
একপর্যায়ে আসামিরা হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেলকে হত্যা করে। এ ঘটনায় তার বাবা খলিল প্রামাণিক বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে, ছাত্রলীগ নেতা সোহেল রানা হত্যাকণ্ডের আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার সকালে বনপাড়া বাজারে মানববন্ধন করেছে বড়াইগ্রাম উপজেলা ও বনপাড়া পৌর ছাত্রলীগ।