ক্যানসারের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন যুবি। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবারের জন্যে তাকে জাতীয় দলের পোশাকে মাঠে দেখা গিয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, তার রক্তে এখনও ক্রিকেট।
২০১১ সালের ম্যান অফ দ্য সিরিজ যুবরাজ সিং’র মতে, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ উঠবে ভারতীয় ওপেনার রোহিত শর্মার হাতেই। সিনিয়র হিসেবে কী পরামর্শ দিয়েছেন তিনি রোহিতকে?
২০১১ সালের বিশ্বকাপের আগে যেমন শচীন টেন্ডুলকার তাঁকে বুঝিয়েছিলেন, তেমনই সতীর্থ রোহিতের জন্যে যুবরাজের একটাই পরামর্শ, তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে খেলতে। ধৈর্য ধরে ফোকাসড থেকে ২২ গজে দাপট দেখানোর সুপরামর্শই দিয়েছেন তিনি ভারতীয় দলের সহ-অধিনায়ককে।