বাঘের সঙ্গে হরিণের সখ্যতা কি ভাবা যায়! কিন্তু জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যার হিসাব করা যায় না। বাঘের সব সময়ের শিকার হলো হরিণ। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি ন্যাশনাল পার্কে এক অদ্ভূত ঘটনা ঘটেছে। সেখানে এক হরিণ শাবক ও চিতাবাঘের মধ্যে সখ্যতা দেখা যায়।
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। দেখা গেছে, প্রাণের মায়া ভুলে চিতাবাঘের সঙ্গে৯ বন্ধুত্ব গড়ার দুঃসাহস দেখিয়েছে এক হরিণ শাবক। বিনিময়ে অবশ্য প্রাণ যায়নি তার। উল্টো চিতাবাঘ মহাশয় খাদ্য-খাদকের সম্পর্ক ভুলে হরিণ ছানার আহ্বানে সাড়া দিয়েছে সানন্দে। এরপর দুজনে মেতে উঠে শিকার-শিকারী খেলায়। তাদের দেখাদেখিতে কৌতূহল সংবরণ করতে না পেরে ছুটে আসে আরো দুটি চিতা বাঘ।
না, তখনো কোনো অঘটন ঘটেনি। দেখা গেছে, হরিণ ছানার মাংস দখলে নয়, চিতাবাঘের পাল তার সঙ্গে খেলায় মেতে উঠেছে।