বিশ্বকাপ ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠে বিশ্বাকাপের ২৪তম ম্যাচে আফগানদের বিপক্ষে খেলতে নেমেছে ইংল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৯ ওভারে ৪৪ রান তুলতেই ওপেনার জেমস ভিন্সের বিদায়ের ঘন্টা বাজে। তার উইকেট হারিয়ে মোটেও চাপে পড়েননি ইংলিশরা। জো রুটকে সঙ্গে নিয়ে বরং জনি বেয়ারস্টো সেঞ্চুরির পথেই হাঁটছিলেন। কিন্তু সে পথ আটকে দিলেন আফগান কাপ্তান গুলবদিন নাইব। নিজের করা বলেই ৯০ রান করা বেয়ারস্টোকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৩৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯০ রান। জো রুট ৫০ ও মরগান ২০ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
আফগানদের পক্ষে ভিন্সের উইকেটটি নেন দৌলত জাদরান।
ইংল্যান্ড একাদশ
জেমস ভিন্স, জনি বেয়ারেস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মঈন আলী, জোফরা আর্চার, মার্ক উড, আদিল রশিদ।
আফগানিস্তান একাদশ
রহমত শাহ, নুর আলী জাদরান, হাশমতউল্লাহ জাজাই, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খীল (উইকেটরক্ষক), গুলবদিন নাইব (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব-উর রহমান, দৌলত জাদরান।