ঢাকা: পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের দুর্নীতি খতিয়ে দেখতে এবার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাইনুর রহমান চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ হোসেন।
পুলিশ সদর দপ্তরের (মিডিয়া অ্যান্ড পিআর) সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এর আগে, দুর্নীতি দমন কর্তৃপক্ষের (দুদক) এক কর্মকর্তা মিজানের কাছে থেকে দুই দফায় ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগ করছিলেন। এ ঘটনায় ডিআইজি মিজানের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।