দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। আর এতেই ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শতকের মালিক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
ম্যাচে ক্যারিবীয়দের দেয়া বড় লক্ষ্য তাড়ায় কখনোই রানের গতিতে ভাটা পড়তে দেননি তিনি। আর মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পেয়ে বিশ্বকাপের অভিষেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন লিটন কুমার দাসও। আর তাতেই উইন্ডিজের ৩২২ রানের লক্ষ্যটাও হয়ে গেল মামুলি। ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নিল টাইগাররা। ফলে শেষ চারে আশা ভালোভাবেই জিইয়ে রাখল দলটি।
শুরু থেকেই সাবলীল ব্যাট করছেন সাকিব। ৯৯ বলে ১২৪ রান করে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি। এ রান করতে ১৬টি চার মেরেছেন এ অলরাউন্ডার। ম্যাচের চতুর্থ উইকেট জুটিতে তুলেছেন অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটি।
অন্যদিকে সাকিব ৫৪ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। মূলত সাকিবের বোলিং এবং ব্যাটিং নৈপুণ্যে পরাজয় বরণ করতে হয়েছে গেইলদের।