লাভলু মিয়া,গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি: পঞ্চম ধাপে গাজীপুরের সদর উপজেলা পরিষদ নির্বাচন ১৮ জুন মঙ্গলবার। এতে ইভিএম পদ্ধতিতে (ইলেকট্রিক মেশিনের) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গাজীপুর জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু নাসার উদ্দিন বরাবর প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র জমা দেয়।
তবে অভিযোগ উঠেছে, কিছু সংখ্যক সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণ কার্ড দিলেও বাদ পড়েছে অধিকাংশ আবেদনকারী সাংবাদিক। এতে সোমবার দিনভর অপেক্ষায় থাকা সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রিটার্নিং অফিসার মোঃ নাসার উদ্দিন মুঠোফোনে বলেন, যাচাই-বাছাই করে গণমাধ্যম কর্মীদের কে কার্ড দেওয়া হবে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, ১৬ জুন আবেদনের শেষ সময় ছিল। কিন্তু অনেক সংবাদকর্মীরা আজ ১৭ জুন আবেদন করেছে। পর্যাপ্ত কার্ড না থাকলে সবাইকে দেওয়া সম্ভব হবে না।