ঢাকা: ম্যাচ শেষেই জানা যাবে যে, টস জিতে সরফরাজ আহমেদের ফিল্ডিং করার সিদ্ধান্ত কতটা যুক্তিসঙ্গত ছিল। কারণ ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট হাতে দারুণ সূচনা করেছে ভারত।
রোহিত শর্মা শতক করে বিরাট কোহিলর সঙ্গে মাঠে রয়েছেন। ৫৭ রানে ফিরে গেছেন লোকেশ রাহুল। ৪৬ ওভারে শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩০২ রান। পাকিস্তানের কোনো বোলারই ভারতীয় ব্যাটসম্যানদের সামনে সুবিধা করতে পারছেন না। রান আউটের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পাকিস্তানের ফিল্ডাররা।
এর আগে টস হেরে প্রথম ব্যাটিং করতে নেমেছে ভারত। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনার শিখর ধাওয়ানকে ছাড়াই খেলতে নেমেছে বিরাট কোহলিরা। অলরাউন্ডার বিজয় শংকরকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে। পাকিস্তান দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম। বাদ পড়ছেন আসিফ আলি।
ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল,বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব,দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুবেন্দ্র চাহাল ও জাসপ্রতি বুমরাহ।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, হাসান আলী ও মোহাম্মদ আমির।