ঝড়-বৃষ্টি উপেক্ষা করে
বাবা তো কর্মে
প্রখর রোদে ঘাম জড়িয়ে
অন্ন আনে ঘরে।
বাবা তো সরল মনের
সন্তানের চাহিদায়
গরম হয় না সে;
দিন-রাত শ্রমে
সন্তানের হাসি আনে কিনে।
বাবা তো পরম বন্ধু
মৃত্যুক্ষণ পর্যন্ত সন্তানের কথা বলে,
বাবার মতো যুগতে কেউ হতে না পারে!
বাবা তো চায়না
কোনো অর্থ-অট্রালিকা
বাবা তো চায়
অর্জিত সম্মানের
কোনো কালো দাগ
যেন না লাগে।
বাবার চোখ রাঙ্গানো
কঠোর শাসন দেখে,
কোনো কষ্ট দিও না তাকে।
সে তো লুকিয়ে লুকিয়ে ভালোবাসে
বাবার আদর-যতœ ও ভালোবাসা
খুবই বিরল;
মনের চোখে দেখলে,
তার ভালোবাসা পাবে খুঁজে।