‘বিশৃঙ্খলা সৃষ্টি করেও বিচার ঠেকাতে পারবেন না’

রাজনীতি

kamrul_islamখালেদা জিয়াকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী আডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘যতই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুন, বিচারের নিয়ম-কানুন মেনেই এই মামলার নিষ্পত্তি হবে। আপনার ভাগ্যে যা আছে, তাই হবে। ভাগ্য ফেরাতে পারবেন না। হাজার চেষ্টা করেও বিচার ঠেকাতে পারবেন না।’

রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীতে আজ বুধবার সকালে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেন, আমরা নাকি উদ্দেশ্যমূলকভাবে বিচার করছি। আমরা তো বিচারকও পরিবর্তন করেছি। তাহলে সমস্যা কোথায়।’
তিনি বলেন, ‘দেশ যখন স্থিতিশীল, তখন ২০১৩ সালের মতো আবারও বীভৎস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পত্র-পত্রিকায় যতই লেখা হোক, দেশে জানুয়ারিতে কিছুই হবে না।’
কামরুল ইসলাম বলেন, ‘যদিও আদালতের সময় সকাল ১০টায়, খালেদা ঠিক সময়ে আদালতে যান না। আদালতে হাজিরা দেওয়ার নামে আজকেও এরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এরা বিচার-আদালত মানে না। দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে চায়। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়।’

সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— জোটের সহ-সভাপতি অভিনেতা এ টি এম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *