বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দেয়াকে কেন্দ্র করে রাজধানীর বকশিবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বিএনপিকর্মীরা সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটসহ (মেডিক্যাল সোড়) বকশিবাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালালে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। একপর্যায়ে পুরো বকশিবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিএনপি নেতাকর্মীরা বকশিবাজার এলাকার বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে। সংঘর্ষের সময় ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যালের সামনে নেত্রকোণা-১ আসনের এমপি ছবি বিশ্বাসের পাজেরো জিপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ছবি বিশ্বাস আহত হন।
এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত আগামী ৭ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেন। শুনানির সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। বেলা ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে খালেদা জিয়া আদালত থেকে বের হন। এসময় আইনজীবী ও বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।