ডেস্ক:শারীরিক অসুস্থতা নিয়ে মঙ্গলবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শে রাতে তিনি হাসপাতালেই থাকেন। অ্যাপোলো হাসপাতালের একজন ডিউটি ম্যানেজার বুধবার সকালে বলেন বলেন, অর্থমন্ত্রী এখনও হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা এখন ভালো। মন্ত্রীর অসুস্থতা সম্পর্কে এরবেশি বলতে রাজি হননি হাসপাতালের ওই কর্মকর্তা।
মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল রুটিন মেডিকেল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। আগামী ১৩ জুন, ২০১৯ তারিখে তিনি ইনশাল্লাহ ২০১৯-২০ অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করবেন।’
বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে তার। এটাই হবে অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট।।