ডেস্ক: শিশুপ্রতিভা আর্টিস্ট এডমুন্ড ক্লিন্ট-এর স্মরণে আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভারতের গুজরাটের ১২ বছর বয়সী পার্থ যোশি। আর দ্বিতীয় বাংলাদেশের ১৪ বছর বয়সী নাফিসা তাবাসসুম অথৈ। এডমুন্ড ক্লিন্টের স্মরণে আয়োজন করা হয় ইন্টারন্যাশনাল চিলড্রেনস অনলাইন পেইন্টিং কম্পিটিশন। এতে ৪ থেকে ১৬ বছর বয়সী বিশ্বের যেকোনো শিশু অংশ নিতে পারে। এবার ৯৬টি দেশ থেকে এতে জমা পড়েছিল ৩৯০০০ চিত্রকর্ম। তার ভিতর থেকে বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় মঙ্গলবার। পর্যটন বিষয়ক মন্ত্রী কাদাকামপালি সুরেন্দ্র ১১০ জন বিজয়ীর নাম ঘোষণা করেন। এর মধ্যে ১৫ জন পরিবারের সদস্যদের নিয়ে আকর্ষণীয় ট্যুর দেয়া সুযোগ পাবে।
আর এই ১৫ জনের মধ্যে ১০ জনই বিদেশী। এ খবর দিযেছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পার্থ যোশির বাড়ি গুজরাটের বড়োদরায়। সে সহ শীর্ষ চারজন বিজয়ী ভারতীয়। তারা পরিবারের দু’জন সদস্য সহ কেরালায় ৫ রাতের জন্য ভ্রমণ করতে পারবে।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের নাফিসা। সে সহ বিদেশী ৯ জন শিশু শীর্ষ স্থানীয় পুরস্কার পেয়েছে। তারাও পরিবারের দু’জন সদস্যকে সঙ্গে নিয়ে কেরালায় একই রকম ট্যুরের সুযোগ পাবে।