হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের জন্য সময়সূচি নির্ধারণ করেছে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ গত ৯ জুন এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১৬ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এ চারদিন কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
১৬ জুন তুষভান্ডার ও ভোটমারী ইউনিয়নের বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে । ১৭জুন বিতরণ হবে মদাতী ইউনিয়ন ও দলগ্রাম ইউনিয়ন।
১৮ জুন বিতরণ হবে চন্দ্রপুর ইউনিয়ন ও গোড়ল ইউনিয়ন। ১৯ জুন চলবলা ইউনিয়ন ও কাকিনা ইউনিয়নের বাদপড়া স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
উল্লেখ্য যে,গত ১৭এপ্রিল’২০১৯ তারিখ থেকে শুরু হয়ে ১২ জুন-২০১৯ তারিখ পর্যন্ত স্ব স্ব ইউনিয়নের ৪২ টি স্থানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে বিতরণযোগ্য স্মার্ট জাতীয় পরিচয়পত্র ছিল ১ লাখ ৬৪ হাজার ৫১১টি।