গ্রাম বাংলা ডেস্ক: পবিত্র শবে বরাত উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে দলের প্রতিষ্ঠাতার রুহের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতও করেছেন তিনি।
শুক্রবার রাত সোয়া ৮টার কিছু পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানস্থ জিয়ার সমাধিতে গিয়ে নেতাকর্মীদের নিয়ে এ জিয়ারত ও মোনাজাত করেন খালেদা। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ। জিয়ার মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এর আগে, জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে কোরআনখানি ও দোয়া কর্মসূচির আয়োজন করে ওলামা দল।