বিশ্বকাপের চলতি আসরে অন্যতম শক্তিশালী দল ভারত। পর পর দু’ ম্যাচে টিম ইন্ডিয়া জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে জয়ের সেই রেশ কাটতে না কাটতেই ভারতের সাজঘরে বড় ধাক্কা। আঙুলের চোটে ছিটকে গেলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।
অজিদের বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার-নাইলের একটা বল লাফিয়ে উঠে ধাওয়ানের বাঁ-হাতের গ্লাভসে লেগেছিল। বুড়ো আঙুল ফুলে যায় বাঁ-হাতি এই ওপেনারের। যন্ত্রণা উপেক্ষা করেও ম্যাচ জেতানো শতরান করেন তিনি।
তবে মঙ্গলবার ধাওয়ানের আঙুলে স্ক্যান হয়। সেখানেই ধরা পড়ে ধাওয়ানের বুড়ো আঙুলে চিড় ধরেছে।
তিন সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে তাকে। তিন সপ্তাহের বিশ্রামের অর্থ হল চলতি বিশ্বকাপে আর পাওয়া যাবে না ধাওয়ানকে। তিনি ছিটকে যাওয়ায় ভারতের ব্যাটিংয়ের ভারসাম্যটাই নষ্ট হয়ে গেল। ধাওয়ানের বিকল্পের নাম এখনও ঘোষণা করা হয়নি। দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে।