হোয়াইট হাউস-পেন্টাগন উড়িয়ে দেওয়ার হুমকি দিল উত্তর কোরিয়া

সারাবিশ্ব

kriহোয়াইট হাউস, পেন্টাগনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। সনি পিকচার্সের ‘দি ইন্টারভিউ’ ছবি তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগে এই হুমকি দেওয়া হয়েছে। তাদের দাবি, ছবিটি তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের গোপন মদদ থাকার প্রমাণ রয়েছে তাদের কাছে। এ নিয়ে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। খবর :এএফপি, রয়টার্স ও বিবিসি’র।

যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসী দেশ হিসেবে অভিহিত করে রবিবার উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কড়া সমালোচনা করে উত্তর কোরিয়ার উত্তেজনাপূর্ণ বিবৃতিতে বলা হয়, সনি পিকচার্স প্রতিষ্ঠানে কোরিয়া সাইবার হামলা করেছে বলে বারাক ওবামা বিরামহীনভাবে কুৎসা রটিয়ে যাচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা ও অনভিপ্রেত। উত্তর কোরিয়া নিজেদের বিরুদ্ধে এ ধরনের কুৎসা রটানো সহ্য করবে না। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পুরো সন্ত্রাসী ভূখণ্ডে হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমাজতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার এ বৈরিতা সব সময়ের। পরমাণু কর্মসূচি নিয়ে চলতে থাকা উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সনি পিকচার্সের তৈরি করা বিতর্কিত এক ছবি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট অবশ্য সনি পিকচার্সের অ্যাকাউন্ট হ্যাক করাকে যুদ্ধ নয় বলে মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়া সনি পিকচার্সে সাইবার হামলা চালিয়েছে। আর এ কারণেই ‘দি ইন্টারভিউ’ নামে ছবিটির প্রচার বন্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বলেছেন, উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে কালো তালিকাভুক্ত করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তালিকাভুক্ত করার এ প্রস্তাবনা প্রস্তুত করাই আছে।
উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন তাদের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে গিয়ে বলে, উত্তর কোরিয়ার ১২ লাখ সেনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা জল-স্থল-অন্তরীক্ষে একযোগে যুদ্ধ করবে। হোয়াইট হাউস কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ হামলা চালাব। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ সংবাদ প্রচার করে।
এর আগে অবশ্য সনি পিকচার্সে হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে উত্তর কোরিয়া বলেছিল, তারা জানে কী করে হ্যাকিং করতে হয়। তবে তারা কাজটি করেনি। এ ব্যাপারে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছিল তারা যুক্তরাষ্ট্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *