ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে আসলেও ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের কাছে টানা তিন হারে দেয়ালে পিঠ ঠেকে গেছে আফ্রিকার। ফলে তাদের সেমিফাইনালে যেতে হলে বাকি ৬ ম্যাচ হয়ে পড়েছে বাঁচা-মরার। তাই সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের।
সেই লক্ষ্যেই রোজ বোলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় বিশ্বকাপের ১৫তম ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে ফাফ ডু প্লেসিসের দল।
অন্যদিকে, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে উইন্ডিজ। তাই জয় পেতে চাইবে তারাও।
যদিও পরিসংখ্যানে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
এখন পর্যন্ত খেলা ৬১ ম্যাচে ৪৪ জয় প্রোটিয়াদের। অন্যদিকে, মাত্র ১৫ জয় ক্যারিবিয়ানদের।
এদিকে, ইনজুরির কারণে দলে নেই ডেল স্টেইন। লুঙ্গি নিগির খেলা নিয়েও সন্দেহ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের শক্ত ব্যাটিং লাইন আপকে সামল দেয়ার দায়িত্ব থাকবে রাবাদা, ফেহলুকাওয়ায়ে, ক্রিস মরিসদের উপর।
দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ :
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, বেউরান হেনড্রিক্স, ইমরান তাহির।