হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ ঈদুল ফিতরের ছুটি শেষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
তবে এ ছুটিতে বিশেষ ব্যবস্থায় বুড়িমারী জিরো পয়েন্টের চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার সকালে বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তা রনি দাস জানান, ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরে আট দিন আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি জানান, পবিত্র শবে কদর, ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সকল ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। রোববার পুনরায় বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে দুই দেশের পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করছে।
বুড়িমারী ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান রাশেদ বলেন, ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা অনেকেই ভারতে ঘুরতে গেছেন। বেশিরভাগ যাত্রীরা গতকাল ফিরে এসেছেন।’
বুড়িমারী স্থলবন্দরের কাস্টমস্ সহকারি কমিশনার (এসি) আব্দুস সালাম জানান, ঈদ উপলক্ষে এবারও ভারতীয় পাসপোর্টধারী যাত্রী পারাপার বেশি ছিল। ঈদের আগে ভারতীয় রাজস্ব বিভাগ চ্যাংরাবান্ধা স্থলবন্দর কাস্টমসকে কম্পিউটারাইজ সিস্টেমের চালু করায় বাংলাদেশি পণ্য রফতানির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়। পণ্যবাহি ট্রাক কিছু আটকে গেলে সেগুলো ছুটির দিনে পাঠানো হয়েছিল।